বিনোদন পর্দায় ফিরছেন নায়িকা পরী মণি By বিডিজাগরণ২৪.কম - ১৮ জুন, ২০১৯ | মঙ্গলবার | ১০:৪৪ পূর্বাহ্ন 649 Share on Facebook Tweet on Twitter বিনোদন ডেস্কঃ সোমবার থেকে ফরিদপুরে শুরু হচ্ছে ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং। এই ছবির মধ্য দিয়ে আবার বড় পর্দায় ফিরছেন নায়িকা পরী মণি। মাঝে প্রায় দুই বছর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাঁকে। মানসম্পন্ন কাজের অভাবে এত দিন কাজ করতে পারেননি বলে জানিয়েছেন পরী।