বিডিজাগরণ টুয়েন্টিফোর ডটকম (bdjagoron24.com) নিবেদিত এবার বাংলা মিডিয়া (Ebar Bangla Media) চ্যানেলের বিশ্লেষণ মূলক অনুষ্ঠান “জাগ্রত জাগরণ”। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতি, সেকাল থেকে একাল।
আলোচনায় যুক্ত হয়েছন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রিয় পরিষদের সাবেক সদস্য ও মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সভাপতি এড. আবু রেজা সিদ্দিকী ইমন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রিয় সদস্য ও মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ ও সাধারণ সম্পাদক পিনাক।
পরিকল্পনা ও উপস্থাপনায়ঃ আবুল হায়দার তরিক
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন