গুড়াকেশ মোতি তাঁর ১১ টেস্টের ক্যারিয়ারে কখনো ৯–এর ওপরে ব্যাট করেননি। এই ১১ টেস্টে ১৭ ইনিংসে ব্যাট করে যত রান করেছেন (২৬৫), সেটা বাবর আজমের টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসের চেয়ে মাত্র ৬৯ বেশি।
টেস্টে বাবরের ব্যাটিং গড়ের (৪২.৭৭) প্রায় অর্ধেক মোতির ব্যাটিং গড় (২২.০৮)। প্রশ্ন হচ্ছে, হুট করেই বাবরের ব্যাটিং–সামর্থ্যের সঙ্গে কেন ক্যারিবিয়ান স্পিনারের ব্যাটিং–সামর্থ্যের তুলনা টানা হচ্ছে? কারণটা বাসিত আলী। পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান বাবরকে মোতির কাছ থেকে ব্যাটিং শিখতে বলেছেন!
কেন? মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের ১২০ রানের হারে বাবরের ব্যাটিং–ব্যর্থতা। পাকিস্তানের প্রথম ইনিংসে ৫ বলে ১ রান করে মোতির বলে আউট হয়েছিলেন বাবর। দ্বিতীয় ইনিংসে ৬৭ বলে ৩১ রানে ভালো শুরু পেলেও ইনিংসটা বড় করতে পারেননি।
জয়ের জন্য ২৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৩৩ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। তিনে নামা বাবর ইনিংসের সর্বোচ্চ স্কোরার হলেও সেটাই হতে পারে দুঃখের বড় কারণ। বাবর ইনিংস বড় করতে পারলে তো তিন দিনে না হেরে জয়ই তুলে নিতে পারত পাকিস্তান।

কিন্তু সেটা যেমন হয়নি, তেমনি এই টেস্টেই ব্যাটিংয়ে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন বাঁহাতি স্পিনার মোতি। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৯–এ নেমে করেন সর্বোচ্চ রান—৮৭ বলে ৫৫। সেটাও ৩৮ রানে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ যখন ধুঁকছিল, তখন দলের হাল ধরেন। দ্বিতীয় ইনিংসেও ৯-এ নেমে ২৭ বলে ১৮ রানের কার্যকর ইনিংস খেলেন মোতি।
মুলতান টেস্টের পারফরম্যান্স নিয়ে বাবরের সমালোচনায় মোতিকে টেনে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘মোতির কাছ থেকে বাবর আজমের ব্যাটিং শেখা প্রয়োজন। সে জানে কখন সামনে ও পেছনে খেলতে হবে। এমনকি বড় মাপের খেলোয়াড়দেরও সব সময় শেখার ওপর থাকা উচিত। এই টেস্টে মোতিই ছিল সেরা ব্যাটসম্যান।’

পাকিস্তানের দলীয় পারফরম্যান্সেরও সমালোচনা করেন দেশের হয়ে ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা ৫৪ বছর বয়সী বাসিত। তাঁর দাবি, ওয়েস্ট ইন্ডিজের এই দলটি ‘দুর্বল’। তাদের কাছে পাকিস্তানের হার নিয়ে প্রশ্ন তুলে বাসিত বলেন, ‘অচেনা খেলোয়াড়দের দল। সম্ভবত “বি” কিংবা “সি” ক্যাটাগরির দল ১২০ রানে হারিয়েছে পাকিস্তানকে। হার–জিত খেলার অংশ হলেও এটা লজ্জার। আমি বিশদ বিশ্লেষণে যাব না; কারণ, লোকে মনে করে আমরা এসব ভিউর জন্য করি। তাই বলে বাস্তবতা তো এড়ানো যায় না।’
দুই টেস্টের এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১–১ ব্যবধানে ড্র করেছে পাকিস্তান। মুলতানে প্রথম টেস্টে ১২৭ রানে জিতেছে পাকিস্তান।