‘শহরটা বিষাদময়। গ্রামগুলো অন্ধকারাচ্ছন্ন। খালি পড়ে আছে আমার সিংহাসন। জার্সিটাও তুলে রাখা হয়েছে। ওটা পরার মতো কেউ আর এল না। শুধু একজনই ওটা পরতে পারে। একটি ছেলে; যে এখানেই বড় হয়েছে, সবকিছু জিতেছে…এই কথাগুলো শুধু তোমার এবং আমার মধ্যে নেই (নেইমার)। শুধু সান্তোস নয়, ব্রাজিলেরও তোমাকে আবারও দরকার। হৃদয়ের ডাক শোনো। ফিরে এসো নিজের ঘরে, তোমার শহরে, নিজের মানুষের কাছে…।’
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পেলের কণ্ঠে নেইমারের প্রতি এই ভিডিও বার্তা প্রকাশ করেছিল সান্তোস। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র অনুসন্ধানে জানা গেছে, এতে আন্দোলিত হয়েছেন নেইমারের বাবা। ছেলের সান্তোসে ফেরার পথ পরিষ্কারে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্তে এই ভিডিও বার্তা নাকি বড় ভূমিকা রেখেছে। আবেগের অংশটুকু বাদ দিয়ে বিশ্লেষণের দৃষ্টি নিয়ে দেখলে এর ফুটবলীয় কারণও আছে। ব্রাজিলের জার্সিতে ফিরতে নেইমারকে এখন ম্যাচ খেলার মধ্যে থাকতে হবে। যেটা সৌদি ক্লাব আল হিলালে সম্ভব নয়। ক্লাবটির কোচ জর্জ জেসুস জানুয়ারির মাঝামাঝিতে বলেছিলেন, সৌদি লিগ যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে নেই। সৌদি প্রো লিগের জন্যও তাঁকে নিবন্ধিত করা হবে না। এদিকে পরবর্তী বিশ্বকাপ আগামী বছর।

নেইমার এরপর আর দেরি করেননি। আল হিলালের সঙ্গে যে চুক্তির মেয়াদ ফুরোনোর কথা ছিল আগামী জুনে, সেটা বাতিল করেছেন। কাল রাতেই আল হিলাল জানিয়েছে, পারস্পারিক সমঝোতার ভিত্তিতে তাঁর চুক্তি বাতিলের খবর। প্রশ্ন হলো, আগেভাগেই চুক্তি বাতিল করায় নেইমারকে ঠিক কী পরিমাণ আর্থিক ছাড় দিতে হচ্ছে? মানে, চুক্তির বাকি সময়ের মেয়াদ অনুযায়ী, বেতনের কী পরিমাণ অংশ তাঁকে ছাড় দিতে হচ্ছে?
ইএসপিএন জানিয়েছে, চুক্তির মেয়াদ ফুরানোর বাকি সময়ে পারিশ্রমিক বাবদ নেইমার সাড়ে ৬ কোটি ডলার (প্রায় ৭৯০ কোটি ৩৮ লাখ টাকা) পেতেন। কিন্তু বিদায়ের কাজটা ভালোভাবে সারতে এই বেতনের বড় একটি অংশ ছাড় দিতে হয়েছে ব্রাজিল ফরোয়ার্ডকে। সূত্র মারফত ইএসপিএন জানিয়েছে, আড়াই থেকে ৩ কোটি ডলার (প্রায় ৩৬৪ কোটি ৭৯ লাখ টাকা) পারিশ্রমিক বাবদ ছাড়বেন নেইমার। কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বেতনের বাকিটা আল হিলাল ধাপে ধাপে পরিশোধ করবে।
ভিন্নমতও আছে। দলবদলের বাজার নিয়ে বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছে, শৈশবের ক্লাবে ফিরতে নেইমার আল হিলালে তাঁর বেতনের বাকি সাড়ে ৬ কোটি ডলার ছাড় দিয়েছেন। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর দাবি অন্য রকম। চুক্তির বাকি সময়ে বেতন বাবদ সাড়ে ৬ কোটি ডলারের মধ্য থেকে ১ কোটি ডলার ছাড় দিয়েছেন নেইমার, যেটা তাঁর বাকি সময়ের বেতনের ১৫ শতাংশ।
নেইমার সান্তোসেই ফিরছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি। তবে গুঞ্জনটি এমন পর্যায়ে পৌঁছেছে যে আনুষ্ঠানিকতার বাকিও নেই। ইএসপিএন সূত্র মারফত জানিয়েছে, সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি করবেন নেইমার, যেটা পরে আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। পাশাপাশি সান্তোসের মালিকানার অংশও পেতে পারেন, এর আগে এমন খবরও জানিয়েছিল গ্লোবো।
সৌদি আরবকে এরই মধ্যে বিদায়ও জানিয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ করা পোস্টে লিখেছেন, ‘আল হিলালের সবার প্রতি, সমর্থকদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। খেলার জন্য আমি নিজের সবকিছু নিংড়ে দিয়েছিলাম। ইচ্ছা ছিল মাঠে একসঙ্গে আরও ভালো সময় কাটাব। আমার পরিবারকে নতুন জায়গা ও নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য সৌদি আরবকেও ধন্যবাদ। আমি এখন আসল সৌদিকে জানি এবং চিরকালের মতো বন্ধুও পেয়ে গেলাম।’