এফএ কাপে দ্বিতীয় স্তরের তলানির দল প্লাইমাউথের কাছে হেরে বিদায় নিয়েছে লিভারপুল। চতুর্থ রাউন্ডের ম্যাচে রেডদের ১-০ গোলে হারিয়েছে প্লাইমাউথ।
রবিবার রাতে প্লাইমাউথের কাছে আপসেটের শিকার হয়েছে কোচ আর্না স্লটের শিষ্যরা। ম্যাচের ৫২ মিনিটে লিভারপুলের হার্ভি এলিয়টের হ্যান্ডবলে পেনাল্টি আদায় করে প্লাইমাউথ। স্পটকিকে গোল করেন স্কটিশ স্ট্রাইকার রায়ান হার্ডি । এতে অল রেডদের হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে প্লাইমাউথ। অথচ এবার ইংল্যান্ডের ঘরোয়া মৌসুমে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি ইংলিশ লিগ কাপের ফাইনালেও উঠেছে লিভারপুল। এর আগে চেলসিও এফএ কাপ থেকে বিদায় নেয়া