গাজার মালিকানা নেয়ার ঘোষণা থেকে সরে আসার এক সপ্তাহ না পার হতেই ফের উপত্যকানিতে
রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ গাজা কেনার এবং এর মালিকানা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন। তবে তিনি মধ্যপ্রাচ্যের অন্যানা দেশগুলিকে গাজার কিছু অংশ পুনর্নির্মাণের অনুমতি দেওয়ার পরিকল্পনার কথাও জানান। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প জানান উপত্যকাটি পুনর্নির্মাণের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলিকে এর কিছু অংশ নির্মাণের জন্য দেয়া হতে পারে। তবে তা মার্কিন পৃষ্ঠপোষকতার মাধ্যমে হবে। কিয় আমরা এটির মালিকানা, দখল এবং হামাস যাতে পিছিয়ে না যায় তা নিশ্চিত করার প্রতিশ্রুতিবদ্ধ।