মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
এ কর্মসূচির আওতায় তারা আগামীকাল, সোমবার, দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে। দাবির সুরাহা না হলে, দুপুর থেকে তারা একযোগে আমরণ অনশন কর্মসূচি শুরু করবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মুজাহিদুল ইসলাম। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে, তবে অন্য তিনটি দাবির বিষয়ে কোনো সুরাহা মেলেনি। সেজন্য তারা সিদ্ধান্ত নিয়েছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করবে। দাবি পূরণ না হলে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করবে।
এ সময় মুজাহিদুল ইসলাম অভিযোগ করেন, তাদের একটি টিম স্বাস্থ্য উপদেষ্টা কার্যালয়ে বৈঠকে অংশ নিলেও, শাহবাগ থেকে প্রেস ক্লাব যাওয়ার পথে পুলিশের অতর্কিত হামলার শিকার হয়। হামলায় ৬০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে, আর মোট ১২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। অনেকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনী যে ধরনের আচরণ করেছে, তা মেনে নেওয়া যায় না। তারা হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) ম্যাটস শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে, এক ঘণ্টার আল্টিমেটাম দেয়। পরে বিকেল ৪টা ১৫ মিনিটে তারা লং মার্চ শুরু করে, পুলিশি বাধা সত্ত্বেও।
তাদের চার দফা দাবি হলো:
১. বৈষম্যমুক্তভাবে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া,
২. কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ এবং নতুন পদ সৃজন,
৩. পূর্বের মতো এক বছরের ভাতা সহ ইন্টার্নশিপ চালু এবং কারিকুলাম সংশোধন,
৪. ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন।