জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ পরীক্ষায় দুইটি শিফটে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রথম শিফটে ভর্তিচ্ছু ছাত্রীদের ও দ্বিতীয় শিফটে ভর্তিচ্ছু ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৮ শতাংশ এবং ছাত্রদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৭ শতাংশ। সম্মিলিতভাবে ‘ই’ ইউনিটের গড় উপস্থিতির হার দাঁড়িয়েছে ৮৭.৫ শতাংশ।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট আসন সংখ্যা ২০০টি, যেখানে আবেদন করেছেন ১৫,১৮১ জন ভর্তিচ্ছু। সে অনুযায়ী, প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় ৭৬ জন শিক্ষার্থী।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা জানান, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং উপস্থিতির হার সন্তোষজনক ছিল।
সকালেই উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিবেশ বিজ্ঞান বিভাগ, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবির ও প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামীকাল (১২ ফেব্রুয়ারি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ শিফটে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।