ইসরাইলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরে গুলি চালানোর নির্দেশ আরও কঠোর করেছে, যার ফলে এই অঞ্চলে সামরিক অভিযানে নিরস্ত্র ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। ইসরাইলি সংবাদপত্র হারেৎজের তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড গাজা যুদ্ধে ব্যবহৃত গুলি চালানোর নীতি পশ্চিম তীরে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সন্দেহভাজন বা নিরস্ত্র যে কোনো ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে। কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার আভি ব্লটের নির্দেশে সেনাদের জন্য গুলি চালানোর প্রক্রিয়া আরও সহজ হয়ে উঠেছে।
পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানে অংশগ্রহণকারী ইসরাইলি সেনাদের উদ্ধৃতি দিয়ে হারেৎজ জানায়, আভি ব্লট তাদের ফিলিস্তিনিদের গ্রেফতার না করে সরাসরি হত্যা করার অনুমতি দিয়েছেন। সেনারা ব্যাখ্যা করেছে যে, পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া ‘অস্বাভাবিক’, কারণ ব্লটের নির্দেশে সেনারা বিস্ফোরক স্থাপন বা ‘ভূমিতে বিশৃঙ্খলা’ সৃষ্টির সন্দেহে যেকোনো ফিলিস্তিনিকে গুলি করতে পারে।
হারেৎজ আরও জানায়, সেনাবাহিনীর ইউনিট কমান্ডারদের উদ্ধৃতি দিয়ে, পশ্চিম তীর বিভাগের প্রধান ইয়াকি ডলফ সৈন্যদের যুদ্ধক্ষেত্র থেকে আসা বা চেকপয়েন্টের দিকে এগিয়ে আসা যেকোনো যানবাহনে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি পশ্চিম তীরে একটি সামরিক চেকপয়েন্টের দিকে এগিয়ে আসা একটি গাড়িতে ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন।
তবে ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীরে গুলি চালানোর আদেশে কোনো পরিবর্তন হয়েছে বলে খবর অস্বীকার করেছে। হারেৎজকে সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম তীরে যুদ্ধের নিয়মে কোনো পরিবর্তন হয়নি।