রোবট আজ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। নানা ধরনের কাজের দায়িত্ব পালন করে এগুলো আমাদের জীবনকে সহজ করে তুলছে। তবে চীনের এক কোম্পানি তাদের তৈরি রোবট নিয়ে যা করেছে, তা দেখে দর্শকরা বিস্ময় ও আনন্দে হাততালি দিয়েছে।
চীনের স্প্রিং ফেস্টিভ্যাল বা বসন্ত উৎসবে ‘ইউনিট্রি এইচওয়ান’ নামে পরিচিত ১৬টি রোবট নৃত্যশিল্পীদের সাথে একত্রে সমন্বিতভাবে নাচ পরিবেশন করছে। প্রতি বছর চান্দ্র নববর্ষের সময় চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে এই উৎসব পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে একটি।
এই বছরের ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া চীনা নববর্ষ উৎসব ১৫ দিন ধরে চলবে। উৎসবের মঞ্চে এক সমন্বিত নৃত্য পরিবেশনায় নৃত্যশিল্পীদের পাশাপাশি ১৬টি রোবটও উপস্থিত হয়ে বাজনার তালে তালে লাফিয়ে, হাত-পা নেড়ে নাচ প্রদর্শন করছে। এমন নিখুঁত নাচ করেছে রোবটগুলো যে, দেখলেই মনে হবে সেগুলো মানুষেরই সৃষ্ট। চীনের ঐতিহ্যবাহী ইংকো নাচের ছোঁয়াও এসব রোবটের নৃত্যে মিশে আছে।
রোবটগুলোর নৃত্য পরিবেশনার ছবিগুলো ইউনিট্রি রোবোটিকসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে। এই নৃত্যে রোবটগুলো কেবল শরীর নাড়ায় না, বরং হাতে রাখা বস্তুগুলো ঘোরিয়ে, ছুঁড়ে আবার ধরে নিতে হয়। মানুষ ও রোবট একসাথে লাইনে দাঁড়িয়ে সমন্বিতভাবে নৃত্য পরিবেশন করে।
ইউনিট্রি রোবোটিকস নামক প্রতিষ্ঠান এই রোবটগুলো তৈরি করেছে এবং তাদের এক্স অ্যাকাউন্টে রোবটের নাচের ভিডিও শেয়ার করেছে। ভিডিও প্রকাশের পর থেকেই অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে; কেউ কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই উত্তরণের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ নাচকে একটি স্বতন্ত্র মানবশিল্প হিসেবে রেখে রোবটের বিকল্প হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছেন। সমালোচকদের মতে, যতই প্রযুক্তি উন্নত হোক, নৃত্য পরিবেশনায় রোবট কখনই মানুষের পূর্ণ বিকল্প হতে পারে না।