নিজ বাড়িতে আততায়ীর হামলার শিকার হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন সাইফ আলী খান। এ ঘটনায় ভারতজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন।
সম্প্রতি, নিজের আসন্ন সিনেমার প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে হামলার প্রসঙ্গে মুখ খোলেন সাইফ। কঠিন সময় কাটিয়ে এখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে পতৌদি পরিবার।
এদিকে, শুটিংয়ে ফিরেছেন কারিনা কাপুর খান। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন নবাব-পত্নী। মেকআপ ভ্যানে প্রবেশের মুহূর্তের ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
ধূসর সোয়েটশার্ট, কালো জিন্স আর রোদচশমায় নজর কেড়েছেন কারিনা। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছার জবাবও দিয়েছেন তিনি।