বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ (১২ ফেব্রুয়ারি) তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, বেশ কয়েকজনের কাছ থেকে একই ধরনের অভিযোগ পেয়েছেন যে, তাঁর নামে ভয়ভীতি দেখিয়ে একটি অসাধু গোষ্ঠী স্বার্থ হাসিলের চেষ্টা করছে। ইলিয়াস হোসেন স্পষ্টভাবে বলেন, “যদি আমি কোনো অনুসন্ধানে নামি এবং কারো অপরাধের প্রমাণ পাই, তবে পৃথিবীর সবকিছু দিয়েও আমি তা প্রকাশ করবো।” তিনি আরো বলেন, টাকাপয়সা দিয়ে তার কোনো নিউজ আটকানো যাবে না।
এছাড়া, তিনি জানান, পুলিশ এসপি আব্দুল্লাহ আরেফের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে তাকে নানা প্রলোভন দেওয়া হয়েছিল এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনও পেয়েছেন। তবে, তিনি সবাইকে সম্মানের সাথে একটাই বার্তা দিয়েছেন: তাঁর সাথে আব্দুল্লাহ আরেফের ব্যক্তিগত কোনো সমস্যা নেই। যদি যারা প্রতারণা করেছেন তারা অভিযোগ তুলে নেন, তবে নিউজ বন্ধ হবে; কিন্তু তারা তা করতে ব্যর্থ হওয়ায় নিউজটি প্রকাশিত হয়েছে এবং পুলিশ কর্তৃপক্ষ তাকে ওএসডি করেছে।
ইলিয়াস হোসেন আরো বলেন, “আমার সব অনুসন্ধানের ক্ষেত্রে এই নিয়মই প্রযোজ্য হবে।” অতএব, কেউ যদি তার নাম ব্যবহার করে কোনো ব্যক্তির, প্রতিষ্ঠান বা মন্ত্রনালয়ের কর্মকর্তাকে সমঝোতার প্রস্তাব দেয় বা অবৈধ কাজ করার জন্য চাপ সৃষ্টি করে, তবে তাকে পুলিশে তুলে দেওয়ার পরই তার কাছে বিষয়টি জানানো হবে।
এভাবে তিনি তাঁর পোস্টটি শেয়ার করে সবাইকে সতর্ক করার অনুরোধ জানিয়েছেন।