জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তীচ্ছুদের সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য শহীদ ওয়াসিম বাইক সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা থেকে এই সেবা শুরু করেছে সংগঠনটি।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, ভর্তীচ্ছুরা দেশের বিভিন্ন স্থান থেকে আসেন, ফলে অনেকেই ক্যাম্পাসের রাস্তা চেনেন না। এতে রাস্তায় জ্যামসহ নানা কারণে অনেক পরীক্ষার্থী পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয়ে যায়।
এ বিষয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আনামুল হক নামের এক শিক্ষার্থী বলেন, “রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এমনিতেই দেরি হয়ে গিয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রবেশ করার পর রিকশা পাচ্ছিলাম না, তখন ছাত্রদলের ভাইয়েরা এগিয়ে এসে বাইকে করে আমাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।”
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “জাবি শাখা ছাত্রদলের উদ্যোগে দুটি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষার্থীদের জরুরি মুহূর্তে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বাইক সার্ভিস চালু রয়েছে। পরীক্ষার শেষে অনেকেই এসে আমাদের ধন্যবাদ জানিয়েছেন।”