করা যেতে পারে। লাল শাড়ির সঙ্গে ব্রাইট গোল্ডেন বা সিলভার টিপ পরা বেশ মানায়, যা সাজে সাতন্ত্র্যতা এনে দেয়। ক্যাজুয়াল ড্রেস বা টপস ও স্কার্ট পরার সময়, মিনিমালিস্টিক ডিজাইন টিপ ব্যবহার করা উচিত। ছোট একটা স্টোনের টিপ কিংবা কালো বিন্দুর টিপ পরতে পারেন। ফুলেল প্রিন্টের শাড়ি বা ফ্লোরাল পোশাকের সঙ্গে প্রাকৃতিক উপাদানের তৈরি টিপ, যেমন কাঠ বা পাথরের টিপ পরলে খুবই সুন্দর মানাবে। সাদা শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে সোনালি বা সিলভার টিপ আধুনিক এবং নতুন লুক এনে দেয়। ডার্ক কালার শাড়ির সঙ্গে গোলাপি বা বেগুনি টিপ ফ্যাশনেবল এবং স্টাইলিশ পছন্দ। সাদা সালোয়ার-কামিজ বা কালো পোশাকের সঙ্গে ছোট এবং কালো টিপ পরলে, সাজে নতুনমাত্রা যোগ করবে। সিলভার বা গোল্ড টিপ ওয়েষ্টার্ন পোশাকের সঙ্গে খুবই ভালো মানায়। অফিসে পরার জন্য আকারে ছোট এক রংয়ের টিপই ভালো মানাবে। কনফারেন্স বা অফিসিয়াল ইভেন্টে অবশ্যই হাল্কা রঙের টিপই যথেষ্ট।
টিপের যত্ন
অনেক আগে এক রঙের ছোট-বড় টিপ ছিল, যা একবারই ব্যবহার হতো। এখন নানা ধরনের টিপ রয়েছে। বেশ নজরকাড়া ভারী ডিজাইন, যা কাষ্টমাইজড ভাবে তৈরি করা। এসব টিপ স্বাভাবিকভাবেই কয়েকবার ব্যবহার করা যায়। তবে এসব টিপ যদি যতœ না নেওয়া হয় তাহলে টিপের ডিজাইন যেমন নষ্ট হয়ে যায়, পাশাপাশি টিপের আঠাও আর পরবর্তী ব্যবহারের সময় কাজে আসে না। টিপ পরিষ্কার রাখাও জরুরি, যাতে ধুলা বা ময়লা জমে না যায়। একটা প্লাষ্টিকের ঢাকনাযুক্ত বক্সে টিপ সংরক্ষন করা ভালো। আঠা বা গ্লু ঠিক রাখার জন্য অতিরিক্ত গরম বা আর্দ্রতাপূর্ণ পরিবেশে টিপ সংরক্ষণ করবেন না।