আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নৃত্যসুধা’। নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের আয়োজনে সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে হবে এই অনুষ্ঠান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র জানিয়েছে, অনুষ্ঠানে দেশি-বিদেশি নানা রকম নৃত্য পরিবেশন করবেন খ্যাতিমান ও উদীয়মান শিল্পীরা।
অনুষ্ঠান পরিকল্পনায় রয়েছেন নৃত্যশিল্পী তামান্না রহমান। নৃত্য পরিবেশনায় অংশ নেবেন বেলায়েত হোসেন খান ও তাঁর দল, মুনমুন আহমেদ ও তাঁর দল, কবিরুল ইসলাম রতন ও তাঁর দল, প্রমা অবন্তী ও তাঁর দল, তামান্না রহমান ও তাঁর দল এবং ইয়্যাং হুই ও তাঁর দল।
‘নৃত্যসুধা’র ৫ম পর্বের এই অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্যের নানা ধারা—মনিপুরী, ওড়িশী, ভরতনাট্যম ও কথক নৃত্যের পরিবেশনা রয়েছে। পাশাপাশি বিদেশি যন্ত্রসংগীতে দেশীয় নৃত্যের বিশেষ কম্পোজিশন পরিবেশন করবেন শিল্পীরা।
দর্শকরা আরও দেখতে পারবেন কোরিয়ার পাখা নৃত্য, জার্মানির লোকনৃত্য, জাপানিজ নৃত্য, হাওয়াইয়ের হুলা নৃত্য ও নেপালের ঐতিহ্যবাহী নৃত্য।
অনুষ্ঠানে থাকবে ইয়্যাং হুই–এর পরিচালনায় চীনা ঐতিহ্যবাহী ও সমকালীন নৃত্য পরিবেশনা। মহিলা সমিতিতে অনুষ্ঠানের আগে টিকিট সংগ্রহ করা যাবে।