জাবি প্রতিনিধি
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।
এসময়, নেতাকর্মীরা ‘উই ওয়ান্ট, জাস্টিস’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান’, ‘বিচার বিচার বিচার চাই, ছাত্রলীগের বিচার চাই’, ‘ছাত্রলীগের ঠিকানা, জাহাঙ্গীরনগরে হবে না’ প্রভৃতি স্লোগান দিয়ে মিছিল করেন।
একপর্যায়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে সমাজবিজ্ঞান অনুষদ ও অমর একুশে ভাস্কর্য সংলগ্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে অবাধে ঘুরে বেড়াচ্ছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা হলে হলে অবস্থান করছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বসে আছে। এরকম অনিরাপদ পরিস্থিতিতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, অনতিবিলম্বে জুলাই-আগস্টের হামলায় জড়িত ছাত্রলীগের বিচার কাজ সম্পন্ন করতে হবে। নইলে আমরা শীঘ্রই প্রশাসনিক ভবন অবরোধের ডাক দিতে বাধ্য হবো।
শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রুবেল বলেন, হাজারো সাধারণ শিক্ষার্থী ও জনতার রক্তের ওপর দাঁড়িয়ে আছে বর্তমানের প্রশাসন। জাহাঙ্গীরনগরে ১৪, ১৫ ও ১৭ তারিখে আন্দোলনকারী শিক্ষার্থী, সাংবাদিকদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা ও পুলিশ বাহিনী নৃশংসভাবে হামলা চালায়। অথচ, এখন পর্যন্ত এ প্রশাসন হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া শেষ করেনি। আমরা এ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যে ছাত্র সমাজ আপনাদের ক্ষমতায় বসিয়েছে তারা চাইলে আপনাদের ক্ষমতা থেকে নামাতে পারবে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই জাকসু নির্বাচনের পক্ষে। কিন্তু জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নতুবা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা তিব্র আন্দোলন গড়ে তুলবো।
মিছিল পরবর্তী সমাবেশে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শাখা ছাত্রদলের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন