ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম এখন শেষ ভাগে এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে মৌসুমজুড়ে দলগুলোর পারফরম্যান্সের ফলও বেরোতে শুরু করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফরাসি লিগ আঁর শিরোপা নিশ্চিত হয়ে গেছে। প্রায় নিশ্চিত জার্মান বুন্দেসলিগার শিরোপাও। তবে শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান লিগ সিরি আয়।
এই দুই লিগে যেকোনো দিকে মোড় নিতে পারে শিরোপা লড়াই। তবে এসব মূল লড়াইয়ের আড়ালে আরও নানা ধরনের লড়াই এই চলছে ক্লাবগুলোর মধ্যে। যেখানে আছে ট্রেবল জেতার লড়াইও। যে লড়াইয়ে এখন আছে দুটি ক্লাব বার্সেলোনা ও পিএসজি। এর আগে ইন্টার মিলানও ছিল এই লড়াইয়ে।কিন্তু ইতালিয়ান কাপের সেমিফাইনালে এসি মিলানের কাছে হেরে বিদায় নেওয়ার পর ইন্টারের সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। এখন তাই ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের মধ্যে লিগ-কাপ-চ্যাম্পিয়নস লিগ এই তিন ট্রফি জয়ের সুযোগ আছে শুধু বার্সেলানা ও পিএসজির।
বার্সা চলতি মৌসুমে অসাধারণ ফুটবল খেলছে। এরই মধ্যে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের ট্রফি ঘরে তুলেছে তারা। চ্যাম্পিয়নস লিগেও হান্সি ফ্লিকের দল পৌঁছে গেছে সেমিফাইনালে।
সাম্প্রতিক পারফরম্যান্স ও ধারাবাহিকতার কারণে চ্যাম্পিয়নস লিগেও ফেবারিট বার্সা। পাশাপাশি সেমিতে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলানের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। ফলে বার্সার সুযোগ আছে ফাইনালে গিয়ে শিরোপা জিতে নেওয়ার।একইভাবে লা লিগায়ও বার্সা এখন ফেবারিট। ৩৩ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা। পরের তিনটি ম্যাচ জিতলে নিশ্চিত হবে বার্সার শিরোপা। এর মধ্যে একটি ম্যাচ তারা আবার খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়ালকে ৩ বার হারিয়েছে বার্সা।
এখন চতুর্থবারেও যদি রিয়ালকে হারের স্বাদ দিতে পারে তবে দলটির লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। বার্সাকে ট্রেবল জয়ের ব্যাপারে অনুপ্রেরণা দিচ্ছেন কোচ ফ্লিকও। অতীতেও ফ্লিকের ট্রেবল জয়ের অভিজ্ঞতা আছে। এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে এই কীর্তি গড়েছিলেন তিনি।
লিওনেল মেসি–নেইমার–কিলিয়ান এমবাপ্পে যুগে ইউরোপিয়ান সাফল্য ধরা দেয়নি পিএসজির কাছে। তবে এই তিনজনের বিদায়ের পর এখন চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন দেখছে প্যারিসের ক্লাবটি। এই মৌসুমে দুর্দান্ত খেলা দলটি এখন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। দারুণ ছন্দে থাকা পিএসজির সামনে সুযোগ আছে প্রথবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতার। আর চ্যাম্পিয়নস লিগ জিতলে নিশ্চিত হতে পারে তাদের ট্রেবল জয়ও।
এরই মধ্যে দাপটের সঙ্গে লিগ আঁর শিরোপা জিতে নিয়েছে লুইস এনরিকের দল। উঠেছে ফ্রেঞ্চ কাপের ফাইনালেও। রেঁসের বিপক্ষে ২৪ মের সেই ফাইনালেও ফেবারিট পিএসজি। এখন চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস লিখতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা। ফ্লিকের মতো ট্রেবল জয়ের অভিজ্ঞতা আছে এনরিকেরও। তিনি ট্রেবল জিতেছিলেন বার্সার হয়ে। এখন ফ্লিক এবং এনরিকের কেউ নতুন ইতিহাস গড়তে পারবেন কি না, সেটা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।