
আগামী ২০ মে’র মধ্যে মাস্টার প্ল্যান দৃশ্যমান হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
সেইসাথে তিনি আরও বলেন, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের সহায়তায় প্রাণ প্রকৃতির সংঘটিত ক্ষতি পূরণের উদ্যাগ নেওয়া হবে।
শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি-এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (০৮ মে) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সাথে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের প্রতিনিধি এবং পরিবেশ কর্মীদের সাথে উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেই মতবিনিময় সভায় জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের প্রতিনিধি এবং পরিবেশ কর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ আগামী ২০ মে ২০২৫ তারিখের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দাবি করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ‘দৃশ্যমান অগ্রগতি’ বলতে টেন্ডার আহ্বান, ডিপিপি তৈরি ইত্যদি বুঝানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতির সংঘটিত ক্ষতি পূরণের জন্য বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে যেসকল শিক্ষার্থী কাজ করছেন, সেই সকল শিক্ষার্থী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহায়তা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির শেষে উল্লেখ করা হয় যে, মতবিনিময় সভা শেষে সেই রাতেই উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক প্রশাসনিক সভা, যেখানে সবাই উপরোক্ত বক্তব্যে অভিন্ন মত পোষণ করেন এবং তা অনুমোদন দেয়। প্রশাসনিক সভায় অনান্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ এবং রেজিস্ট্রারও (ভারপ্রাপ্ত) অংশগ্রহণ করেন।