জাবি প্রতিনিধি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে দুইদিনব্যাপী The Philosopher Podium শীর্ষক আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমাদের তর্ক, কুতর্ক, সংলাপের মধ্যে পার্থক্য বুঝতে হবে। অনেক সময় বিতর্কের মাধ্যমে যে সমস্যার সমাধান করা সম্ভব হয় না, সেটা সংলাপের মাধ্যমে সম্ভব হয়। এই আয়োজনের মধ্য দিয়ে সমাজে বিতর্ক ও সংলাপের পার্থক্য বোঝাতে দিকনির্দেশনা পাওয়া যাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজনের সাথে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট ২২টি দল অংশগ্রহণ করছে এবং এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।