মৌসুম শেষে প্রিয় ক্লাব বেনফিকাকে বিদায় জানাতে চলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। তবে এই বিদায়টা শুধুই কষ্টের নয়—তিনি চান, শেষটা হোক এক গর্বময় জয় দিয়ে। তাই আগামী ২৫ মে পর্তুগিজ কাপ ফাইনালে শিরোপা জিতে বিজয়ের আনন্দ নিয়ে বেনফিকা অধ্যায়ের ইতি টানতে চান তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে ডি মারিয়া লেখেন, “বেনফিকার জার্সিতে এটি ছিল আমার শেষ লিগ ম্যাচ। এই জার্সি আবারও গায়ে জড়াতে পেরে আমি গর্বিত। সামনে আমাদের আরেকটি ফাইনাল আছে, এবং আমরা সেখানে শিরোপা জেতার জন্য পূর্ণ উদ্দীপনায় নামব।”
সর্বশেষ ম্যাচে ব্রাগার বিপক্ষে খেলেছেন তিনি। তবে লিগে শিরোপার দৌড়ে পেছনে পড়ে কষ্ট পেয়েছেন বলে জানান বিশ্বকাপজয়ী এই তারকা। বেনফিকা ৮০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলেও, ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছে স্পোর্তিং লিসবন।
ডি মারিয়া বলেন, “আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, যা আমাদের লক্ষ্য ছিল। কঠোর পরিশ্রম করেও তা না পাওয়াটা কষ্টদায়ক।”
২০০৭ সালে প্রথমবারের মতো বেনফিকায় যোগ দিয়েছিলেন ডি মারিয়া। পরে ইউরোপের বিভিন্ন বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করে ২০২৩ সালে আবারও ফেরেন পর্তুগিজ ক্লাবটিতে। দুই মেয়াদে বেনফিকার হয়ে ২১১ ম্যাচে অংশ নিয়ে তিনি ৪৭টি গোল ও ৫৩টি অ্যাসিস্ট করেছেন।
চলতি চুক্তি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত বেনফিকার সঙ্গে যুক্ত থাকবেন তিনি। ফলে সম্ভাবনা রয়েছে ক্লাব বিশ্বকাপেও তাকে দেখা যেতে পারে। তবে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি ৩৭ বছর বয়সী এই ফুটবলার।
বিদায়ের আগে আরও একটি ট্রফি উপহার দিয়ে ক্লাব ও সমর্থকদের ধন্যবাদ জানাতে চান ডি মারিয়া। এখন সব চোখ ২৫ মে’র ফাইনালে।