ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে দায়েরকৃত মামলায় (মামলা নং: ১৬৪-২৪) অভিযুক্ত ডঃ আশিক আহমেদ জুবালকে ওএসডি করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে বদলি করা হলেও তিনি এখনও বহাল তবিয়তে চাকরি করছেন।
সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪২ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় আদালতে দোষী সাব্যস্ত হলে বা দণ্ডাদেশ প্রাপ্ত হলে তিনি তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত হবেন। কিন্তু অভিযোগ রয়েছে, এই বিধান উপেক্ষা করে ডঃ আশিক আহমেদ জুবাল নিয়মিতভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত আছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান ১৫ মে ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশে জয়পুরহাটের জেলা তত্ত্বাবধায়ক রাশেদ মোবারক জুয়েলকে এ বিষয়ে অবহিত করেন। অভিযোগ রয়েছে, মামলার দীর্ঘ মেয়াদে চলাকালীন সময়ে এমনকি কারাবাসকালেও জুবাল নিয়মিত দায়িত্ব পালন করে গেছেন এবং তার অনুপস্থিতি বৈধ করতে জেলা তত্ত্বাবধায়ককে ব্যবহার করা হয়েছে।
এ নিয়ে প্রশাসনিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ফৌজদারি মামলার অভিযুক্ত কীভাবে সরকারি বিধান উপেক্ষা করে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থাকতে পারেন?