আজ ড্র করলেই চলতো লিভারপুলের। তবে আর্নে স্লটের দল ড্র নয়, জিতল গোল উৎসব করে। গোল করেন লুইজ দিয়াজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, কডি গাকপো ও মোহাম্মদ সালাহ। একটি গোল ছিল আত্মঘাতী।
টটেনহ্যামকে ৫-১ গোলে গুঁড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিল লিভারপুল। ইংল্যান্ডের শীর্ষ লিগে এটা লিভারপুলের ২০তম শিরোপা। তাদের সমান ২০টি শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আজ ড্র করলেই চলতো লিভারপুলের। তবে আর্নে স্লটের দল ড্র নয়, জিতল গোল উৎসব করে। গোল করেন লুইজ দিয়াজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, কডি গাকপো ও মোহাম্মদ সালাহ। একটি গোল ছিল আত্মঘাতী।
এই জয়ের পর ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিল লিভারপুল। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
এর আগে ২০১৯-২০ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হয় লিভারপুল। তখন কোচ ছিলেন ইয়ুর্গেন ক্লোপ, যিনি গত মৌসুমে লিভারপুল ছেড়েছেন।