চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবি
জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ভিকটিম পুলিশ পরিবার’ নামের সংগঠন ২২০০ চাকরিচ্যুত পুলিশ সদস্যের পুনর্বহালের দাবি জানিয়েছে। তারা অভিযোগ করেছেন, ১৫ বছরের স্বৈরশাসনের সময়ে স্বৈরাচারী সরকার বিভিন্ন অজুহাতে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বলেন, স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলা ও একতরফা সিদ্ধান্তের ফলে তাদের চাকরি হারাতে হয়েছে। ন্যায়সঙ্গত তদন্ত প্রক্রিয়া অনুসরণ না করে বিভ্রান্তিকর অভিযোগ এনে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। আদালত তাদের পক্ষে একাধিকবার রায় দিলেও পুনর্বহাল করা হয়নি।
তারা আরও অভিযোগ করেন, অনুমোদনহীন হাসপাতাল থেকে ডোপ টেস্টের মাধ্যমে অনেক নিরপরাধ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, যেখানে টাকার বিনিময়ে অনেককে চাকরিতে বহাল রাখা হয়। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের কারণেও অনেক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৭ সালে প্রণীত আইনে চাকরিচ্যুতির ন্যূনতম শাস্তির বিধান থাকা সত্ত্বেও, রাজনৈতিক উদ্দেশ্যে অনেককে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং অনেককে হুমকি দিয়ে চাকরিতে ফিরে যাওয়ার আইনি সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও কিছু সংশ্লিষ্ট ব্যক্তি তাদের পুনর্বহালের বিষয়ে টালবাহানা করছে। তারা সরকারকে অনুরোধ করেন, চাকরিচ্যুত সদস্যদের যথাযথ সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল করতে এবং পুলিশ বাহিনীর ভেতরে থাকা স্বৈরাচারের দোসরদের অপসারণ করতে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ‘ভিকটিম পুলিশ পরিবার’-এর সমন্বয়ক এসআই মামুন, এসআই জাকারিয়া, মুখপাত্র এএসআই তৌহিদ মন্ডল, এএসআই সাইফুল, কনস্টেবল সাদ্দাম হোসেন, কনস্টেবল আরাফাতসহ আরও অনেকে।